নিখোঁজ হওয়ার ২ দিন পর নদীতে মিলল যুবকের মরদেহ

আমাদের প্রতিদিন
2024-09-07 13:03:57

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে নিখোঁজ হওয়ার দুই দিন পরে তিস্তা নদী থেকে হামীম উদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হামীম উদ্দিন ওই এলাকার মোস্তফি কসাইটারী গ্রামের নবিজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত দুই দিন থেকে নিখোঁজ ছিলেন যুবক হামীম উদ্দিন। বুধবার দুপুরে স্থানীয়রা তিস্তা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে হামীমের পরিবার তার মরদেহ শনাক্ত করলে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আপাতত সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মর্গের প্রতিবেদন পৌঁছলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ওমর ফারুক।