তারাগঞ্জে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

আমাদের প্রতিদিন
2024-12-03 15:17:48

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  বিকাল ৫টায় উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় তারাগঞ্জ সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় চত্বর থেকে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার গুরুপ্তপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে মিলিত হয়। সেখানে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুমনা আক্তার লিলি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পাপন দত্ত, যুগ্ন সম্পাদক সাংবাদিক প্রবীর কুমার কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক হরনাল রায় প্রমুখ।