কুড়িগ্রাম অফিস:
কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনিরুজ্জামান পাভেল (৩১) ও হোসেন আলী (৩৪)। পাভেল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল যাওয়ার পথে এবং হোসেন আলী রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত পাভেলের বড়ভাই ময়নুল ইসলাম পারভেজ ও হোসেন আলীর স্বজন রোকন মিয়া। এ ঘটনায় মারজান (২৮) নামের আরেক আরোহী রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উলিপুর পৌর শহরের সরদারপাড়ার মৃত শের আলীর ছেলে পাভেলসহ তিন আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালমনিরহাটের বড়বাড়ি সেলিমনগর রোডে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান এবং হোসেন আলী রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টায় মারা যায়। হোসেন আলীর বাড়ি উলিপুর উপজেলার দলদলিয়া ও মারজান পৌরশহরের হায়াৎখাঁ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রাজারহাট থানার ওসি আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে।