নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃক্ষরোপন কর্মসূচি এবং শিক্ষাকেন্দ্রর শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে, বেরুবাড়ী শাখা সমৃদ্ধি কর্মসূচি’র শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বেরুবাড়ী প্রবীণ সামাজিক কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ এর নাগেশ্বরী আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ইকবাল সাহাদত এর সঞ্চালণায় শিক্ষার্থীদের মাঝে প্রায় ২ হাজার গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান আলী। এ সময় আরডিআরএস বাংলাদেশ-এর অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।