পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট দুটি দু’জন মানুষের নামে যার একজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব তিনি মহীয়সি নারী যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী, তিনিও আমাদের স্বাধীনতা যুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অপরিসিম অবদান রেখেছেন, কাজেই এই দুজন মহান বক্তিত্বের নামে দুটো গোল্ডকাপ টুর্ণামেন্ট। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় হাজি বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন। উপজেলার ২৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি থেকে ছেলে ও মেয়েদের দুটো করে টিম উপজেলার ৩২টি ভ্যেনুতে প্রতিযোগিতা করে ৩৬টি দল বাছাই করা হয়ে। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে চৈত্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টে ধর্মদাসপুর প্রাথমিক বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ান হয়। স্পিকার আরও বলেন, খেলাধুলা মানুষের শারিরিক ও মানষিক বৃদ্ধিকে সহায়তা করে উল্লেখ করে শিক্ষার্থীদের বলেন, খেলাধুলার প্রতি বিশেষ অনুরাগ ও ইচ্ছা তৈরী করতে হবে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও একজন ভাল খেলোয়াড় ছিলেন। তিনিও ফুটবল খেলতে পছন্দ করতেন।