দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গলিতে মিললো আমেনা খাতুন (৮০) নামে ওই হাসপাতালেই চিকিৎসাধীন নিখোঁজ এক রোগীর লাশ। হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
আমেনা খাতুন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডীপুর ইউনিয়নের উত্তর সালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী। গত ৫ সেপ্টেম্বর তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাযায়, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলার সাদা ইউনিটের ২০ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। সাথে ছিলেন আমেনা খাতুনের ছেলের বউ মোশরেবা খাতুন।আজ শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টার পর হাসপাতালের বেড থেকে নিখোঁজ হয়ে যায় রোগী আমেনা খাতুন। এরপর থেকে তাকে খোঁজাখুঁজির পর শনিবার সকাল ৮টায় হাসপাতালের অপারেশন থিয়েটার এবং মহিলা মেডিসিন ওয়ার্ডের মাঝখানের গলিতে ড্রেনের ¯øাবের উপর পাওয়া যায় আমেনা খাতুনের লাশ। হাসপাতালে চিকিৎসাধীন আমেনা খাতুনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেঝ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সারোয়ার আলম জানান, কিডনী জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় আমেনা খাতুনকে। ডাঃ সারোয়ার আলম জানান, তার পরিবার জানিয়েছে-আমেনা খাতুনের মানসিক সমস্যাও ছিলো। তিনি জানান, তিনি যে ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন, সেই ওয়ার্ডের একটি বেলকনী রয়েছে। বেলকনীর অর্ধেক অংশ গ্রীল রয়েছে। তাই মানসিক ভারসাম্যহীন ছাড়া সেখান থেকে নীচে পড়ে যাওয়া সম্ভব নয়।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে-হাসপাতালের চারতলা থেকে নীচে পড়েই তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।