হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার দাইনুর নয়াবাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব।
র্যাব-১৩ দিনাজপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর উপ-সহকারী পরিচালক নায়েব সুবেদার মোঃ শামীম উদ্দীন বাদী হয়ে গতকাল রোববার এই মামলা দায়ের করেন। মামলা নং-২২/৭০৩, তাং-১০/০৯/২০২৩ ইং। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন।
কোতয়ালী থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে র্যাবের একটি আভিযানিক দল মাদক বেচা-কেনার খবর পেয়ে দাইনুর এলাকায় যান। সেখানে পৌছামাত্র মাদক কারবারীরা র্যাব সদস্যদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় মাদক কারবারীরা। হামলায় আহত হন র্যাব সদস্য এনামুল হক (২৬) ও গোলাম রহমান (৩৫)। এসময় র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা গুলি চালায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরবর্তীতে আহত র্যাব সদস্য এনামুল হক ও গোলাম রহমানকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় সরকারী কাজে বাধা প্রদান ও কর্তব্যরত কর্মচারীদের উপর হামলার অভিযোগ এনে কোতয়ালী থানায় মামলা দায়ের করে র্যাব। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামী করা হয়।