দুই যুবকের প্রচেষ্টায় নিখোঁজ বৃদ্ধাকে ফিরে পেল পরিবার

আমাদের প্রতিদিন
2024-09-10 14:20:56

পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

রংপুরের বাবুখাঁ এলাকা থেকে এক মাস আগে হারিয়ে যাওয়া বৃদ্ধা সুফিয়া বেগমকে (৭০) কে ফিরে পেয়েছেন তার পরিবার। পীরগাছার দুই যুবকের প্রচেষ্টায় ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রæপ ‘হামার পীরগাছা’র সহযোগিতায় তাকে ফিরিয়ে দেয়া সম্ভব হয়েছে।

জানা যায়, গত শনিবার দুপুরে ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী গ্রæপ ‘হামার পীরগাছা’র রাকিবুল নামে এক যুবক সুফিয়া বেগম নামে ওই বৃদ্ধার ছবি পোস্ট করেন। এরপর গ্রæপটির এডমিন বেলাল হোসেন ও সঙ্গীয় বন্ধু ফুয়াদ শাহরিয়ার এর সাথে কথা বলে বৃদ্ধাকে রংপুরে পাঠান। রংপুর থেকে বেলাল হোসেন ও ফুয়াদ শাহরিয়ার ওই বৃদ্ধাকে বাস থেকে নামিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি শুধু তার নাম সুফিয়া বেগম। তার বাবার বাসা পীরগাছা। ছেলেদের বাসা রংপুর বাবুখাঁ এলাকায়। বড় ছেলে হোটেল ব্যবসায়ী বলে জানান। এরপর বিভিন্ন ভাবে খোঁজখবর নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে দুই যুবক বৃদ্ধাকে নিয়ে রংপুর বাবুখাঁ এলাকায় যান। বাবুখাঁ এলাকায় ঢুকতেই জনৈক এক ব্যক্তি দৌঁড়ে এসে জানান যে, ইনি তো প্রায় এক মাস ধরে নিখোঁজ। এনাকে আপনারা কোথায় পেলেন? এনাকে আমি চিনি। চলেন আমি ওনার পরিবারের কাছে আপনাদের পৌছে দেই। এর কিছুক্ষণ পরই বৃদ্ধার বড় ছেলে একটি হোটেল থেকে বেড়িয়ে এসে তার মাকে সনাক্ত করেন। দীর্ঘ এক মাস পর হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়ে এসময় তার ছেলেরা ও পরিবারের লোকজন আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

বৃদ্ধার বড় ছেলে সাব্বির জানান, আমার মা প্রায় এক মাস আগে বাসা থেকে হারিয়ে গিয়েছিল। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু পাইনি। পীরগাছার দুই ভাইয়ের প্রচেষ্টায় আমার মাকে আজ আমরা ফিরে পেয়েছি। আমি ও আমার পরিবারের সকলে ওই দুই ভাইয়ের নিকট সারাজীবন কৃতজ্ঞ থাকবো।

জানতে চাইলে হামার পীরগাছা গ্রুপের এডমিন বেলাল হোসেন বলেন, এ গ্রæপটি সমাজসেবা মূলক কাজে সব সময় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। আমরা অসহায় গরীব-দুখী মানুষের সেবায় সব সময় নিয়োজিত আছি।