বীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে এক বছরের কারাদন্ড

আমাদের প্রতিদিন
2024-09-08 05:32:00

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের অভিযোগে মোঃ শফিকুল (৩৫)নামে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মোঃ শফিকুল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার এলাকার মোঃ সোরহাবের ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফজলে এলাহী ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজার এলাকায় বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে নিজ বাড়ীর সামনে মাদক সেবনকালে মোঃ শফিকুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি আরও জানান।