নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহষ্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে উপজেলার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ। এ সময় প্রতিজন কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ইকবাল মাহমুদ, ফিরোজ হোসাইন প্রমুখ।