কুড়িগ্রাম অফিস:
কুড়িগ্রামের উলিপুরে একটি বাজারের সরকারি হাটশেটের টিন, কাঠ, লোহার অ্যাংগেল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের বামনের হাট বাজারে। এ ঘটনায় ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।তবে স্থানীয়দের অভিযোগ ওই ইউনিয়নের বাসিন্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর নির্দেশে তার লোকজন হাটশেটের সরঞ্জামাদি খুলে নিয়ে যান।জানা যায়, গত ২২ জুলাই উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু তার লোকজনকে নির্দেশ দিয়ে ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর বামনের হাটশেটের টিন, কাঠ ও লোহার অ্যাংগেল খুলে নিয়ে যান। এছাড়াও এলজিইডির পুরাতন ভবনের দুটি কক্ষের দরজা খুলে নেওয়ার কারনে রাতের আঁধারে ভেতরের আসবাবপত্র চুরি হয়ে গেছে বলে সরেজমিনে দেখা গেছে। গত বুধবার সরেজমিনে স্থানীয় সুব্রত কুমার বিল্লো, লিটন দাস, সুশীল শীল, সুরেশ বর্মন, মেহের আলীসহ কয়েকজন জানান, হাটশেটের সরঞ্জামাদি উপজেলা পরিষদ চেয়ারম্যানের লোকজন দিয়ে গেছেন।এদিকে উপজেলা এলজিইডির পুরাতন ভবনের দুটি কক্ষের দরজা নিয়ে যাওয়ার অভিযোগও উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুর বিরুদ্ধে। এসব বিষয় জানাজানি হলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়ছ।এ বিষয় ইউপি চয়ারম্যান এরশাদুল হক বলন, এ ঘটনায় গত ২৫ জুলাই উপজলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন দপ্তর লিখিত অভিযাগ দাখিল করছি।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গালাম মর্তজা বলন, বিষয়টি তদÍাধীন রয়ছ।উপজলা পরিষদ চয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা গালাম হাসন মটুর সাথ কথা হল তিনি বলন, হাটশটটি ভঙ পড় যাওয়ার কারন অন্যত্র সংরক্ষণ কর রাখা হয়ছ। এছাড়া এলজিইডি কার্যালয়র দরজা খুল অন্যত্র লাগানা হয়ছ।