ডোমারে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য তরিকুল গ্রেফতার

আমাদের প্রতিদিন
2024-10-08 02:48:26

ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে আজ শুক্রবার ভোরে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ১০ নং হরিণচড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।থানা সুত্র জানায়, উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিণচড়া গ্রামের মাষ্টার পাড়া এলাকার জনৈক স্বর্ণা (ছদ্মনাম) গত ১৩ই সেপ্টেম্বর রাত আনুমানিক ২২টায়  প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে একই এলাকার ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম (৪০) কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই নারী।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডোমার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১২ (০৯)২৩। তাং১৪.০৯.২০২৩ইং দায়ের করেন।এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী জানান, মামলা সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে ডোমার থানা এলাকা হতে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। আসামি তরিকুল ইসলামকে গতকাল শুক্রবার  আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সহ অন্যান্য আইন গত বিষয় সমুহ প্রক্রিয়াধীন রয়েছে।