দক্ষিণ এশিয়ায় শতকরা ৯০ ভাগ রোগীর প্রস্টেট ক্যান্সার শনাক্ত হচ্ছে শেষ ধাপে

আমাদের প্রতিদিন
2024-10-06 17:47:26

নিজস্ব প্রতিবেদক:

সারা বিশ্বের তুলনায় দক্ষিণ এশিয়ায় প্রস্টেট ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ায় শতকরা প্রায় ৯০ ভাগ রোগী’র এ ক্যান্সার শনাক্ত হচ্ছে শেষ ধাপে। এতে করে রোগীর মৃত্যুর হার বাড়ছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের মত উন্নত দেশের প্রায় ৯০ ভাগ রোগীর এ ক্যান্সার শনাক্ত হচ্ছে প্রথম ধাপে। বাংলাদেশে ব্যাপক হারে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সেমিনার কক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও সরাসরি অস্ত্রপ্রচার বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানান তারা। রংপুর মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম সুগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাউসের সভাপতি অধ্যাপক ডাঃ একেএম খুরশিদুল আলম। বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব অধ্যাপক এএইচএম আফজালুল হক রানা, বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডাঃ ফজল নাসের, অধ্যাপক ডাঃ এমএ সালামসহ অন্যরা।

সেমিনারে জানানো হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২০০৫ সালে ইউরোলজি বিভাগ চালুর পর থেকে বিভাগের হাজার হাজার রোগী এ বিভাগ থেকে আধুনিক চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে গত ৮ মাসে ৩ হাজার ৪১৭ জন রোগী আউটডোরে এবং ২ হাজার ২৭৫ জন রোগী ইনডোরে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে ৩টি আধুনিক অপারেশন থিয়েটারের মাধ্যমে এক সাথে ৫টি বেডে অপারেশনের সুযোগ থাকায় গত ৮ মাসে ৯৪১ জন রোগীর অপারেশন করা হয়েছে। সেই সাথে জরুরী অপারেশন ও অন্য বিভাগ থেকে আসা ৮১১ জন রোগীর অপারেশন করেছে ইউরোলজি বিভাগ। গত ৮ মাসে ল্যাপারোস্কপি সার্জারী হয়েছে ৮১টি। সেমিনারে কিডনী প্রতিস্থাপন, ল্যাপারোস্কপিক সার্জারীসহ ইউরোলজি বিভাগের চিকিৎসাধীন রোগীদের নানা রোগ নির্ণয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।