পীরগাছার দেউতি বাজারে মিডল্যান্ড ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আমাদের প্রতিদিন
2024-12-05 21:51:14

পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজারে মিডল্যান্ড ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দেউতি বাজারে ফিতা কেটে এর উদ্বোধন করেন ঢাকা গুলশান এর এজেন্ট ব্যাংকিং এর ডিভিশন অফিসার নাজির উজ জামান। এসময় উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক এর এরিয়া হেড আহসান হাবিব, শাখা প্রধান রেজাউল হক, এম এন্ড এম ট্রেডার্স এর স্বত্তাধিকারী আ, স, ম শফিউল আলম মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন প্রমুখ। এ শাখায় কৃষি ঋণ, স্বল্প কালীন ঋণ, রেমিটেন্স এর টাকা উত্তোলন, হোম ঋণ, ডিপিএসসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম চলবে। আলু চাষে বিখ্যাত দেউতি বাজারে কোন ব্যাংক না থাকায় সকল প্রকাশ ব্যাংকিং সুবিধা পাবেন এ এলাকার মানুষ।