পীরগাছায় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-11-03 10:29:05

পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

আমরা মানবতার পক্ষে এ স্লোগানে রংপুরের পীরগাছায় পালিত হয়েছে দৈনিক যুগের আলো পত্রিকার ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী। রংপুর থেকে প্রকাশিত এ দৈনিক যুগের আলো ৩১ বছর পেরিয়ে আজ রোববার ৩২ তম বছরে পর্দাপন করে। এ উপলক্ষে পীরগাছা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রতিনিধি এম খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক সুমন। প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজরুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস ছালাম, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ লাভলু মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে সমাজের ঘটে যাওয়া সব কিছু সাধারন মানুষ জানতে পায়। রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকা বিগত ৩১ বছরে যা করেছে, আগামী দিনে তার চেয়ে বেশি ভালো করবে বলে আমি মনে করি।