কুড়িগ্রাম অফিস:
কুড়িগ্রামের উলিপুরে একটি স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণাধীন প্রাচীর দেয়াল ভেঙে দেওয়াসহ সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে। এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন উলিপুর থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযাগ করেছেন।
অভিযোগ ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১৯৭৮ সালে তবকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়। ১৯৮০ সালে এক একর জমির উপর একটি চাকচিক্য ভবন গড়ে ওঠে। আগামীতে সেটি ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করার পরিকল্পনা করছে সরকার। ২০২২-২৩ অর্থ বছরের ওই স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সীমানা প্রাচীরের নির্মান কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের তিনদিকের প্রাচীর দেয়াল নির্মাণ কাজ শেষের দিকে। এ অবস্থায় আকস্মিকভাবে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান নির্মাণ কাজে বাঁধা প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন অভিযোগে আরো উল্লেখ করেন, শনিবার দুপুরে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে ওই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মিস্ত্রীদের কাজ বন্ধ করার ভয়ভীতি দেখিয়ে সীমানা প্রাচীরের দেয়াল ভাঙচুর করেন। এছাড়াও উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ইরশাদুল হককে জীবননাশের হুমকি প্রদানের অভিযোগও করেন ওই কর্মকর্তা।
এ বিষয়ে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ওদের ওয়াল ওরা ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোদাব্বের হোসেন বলেন, ঘটনাটি জেলা প্রশাসক মহোদয় ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।