নাগেশ্বরীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

আমাদের প্রতিদিন
2024-10-13 02:27:54

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার দুপুরে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় বিলে ৩২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, সমাজসেবা অফিসার জামাল হোসেন, থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিউল আলম শফি প্রমুখ।