গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
'স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ' এ শ্লোগানে পারফরমেন্স বেজড গ্রন্টিস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSID) স্কিমের আওতায় গঙ্গাচড়া আর্দশ উচ্চ বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ব্যয় বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয় কক্ষে প্রধান অতিথি হিসেবে সহায়তা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তহির উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল হক, পরিচালনা কমিটির সদস্য সাইদুল হাসান টিপু, আব্দুর রউফ সরকার, মোক্তার হোসেন মুক্তাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।