নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্ব শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে। “শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, উপজেলা প্রকৌশলী ওয়াশিম আতহার, সমাজসেবা অফিসার জামাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফিরোজ কবীর প্রমুখ।