বাংলাদেশ এমন একটি দেশ এখানে সকলে যার যার ধর্মনির্ভয়ে পালন করবেন ..এমপি ডিউক চৌধুরী

আমাদের প্রতিদিন
2024-09-12 04:43:25

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এমন একটি দেশ এখানে সকলে যার যার ধর্মনির্ভয়ে পালন করবেন। কোন দুস্কৃতিকারী যদি পুজা মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা সকলে মিলে ওই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো এভাবেই কথা গুলো বলেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক। গত রবিবার সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজামন্ডপ পরিদর্শনে এসেছি। আপনারা জনত্রেী শেখ হাসিনার সরকারের পাশে থাকবেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক, আলমপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, সয়ার ইউপি চেয়ারম্যান এবাদত হোসেন পাইলট, সাংবাদিক রেজাউল করিম পান্না, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রিয়াদুন্নবী রিয়াদ প্রমুখ।