রংপুর সিটি কর্পোরেশন এলাকায় আসাদুজ্জামান বাবলু'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

আমাদের প্রতিদিন
2024-09-29 04:45:00

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে গতকাল রোববার (২২ অক্টোবর) বিকেল থেকে মধ্যে  রাত পর্যন্ত রংপুর-১ আসনের সিটি কর্পোরেশন (১ -৮নং ওয়ার্ড) এলাকার বিভিন্ন  পুজা মণ্ডপ

পরিদর্শন করেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। এ-সময় তিনি মণ্ডপ গুলোতে অনুদান প্রদান করে স্থানীয় জনসাধারণের সাথে শারদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ে  রংপুর-১ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানান।

আসাদুজ্জামান বাবলু  বলেন, 'ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।' শেখ হাসিনা একজন মানবিক ও মহান মানুষ উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বে যদি পাঁচজন ব্যক্তির নাম আসে নেতা হিসেবে, যারা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন। তার মধ্যে জননেত্রী শেখ হাসিনা একজন। রংপুর-১ আসনকে সুন্দর সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি জানিয়ে আসাদুজ্জামান বাবলু  আরও বলেন, আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আপনাদের পাশে থেকে  সহযোগিতার জন্য সব কিছুতেই চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মাস্টার, রংপুর সিটির ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।