পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে সুদের টাকা না পেয়ে ২ মহিলা কে মারধর, আহতরা মেডিকেলে থানায় অভিযোগ। রোববার দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের বড় ভগবানপুর হিন্দু পল্লীতে এ ঘটনা ঘটে। আহতরা বলেন, বড় ভগবানপুর গ্রামের সন্তোষ বর্মনের ছেলে অন্তত বর্মন একাই মহলার, ভোলানাথ বর্মনের ছেলে পবিত্র চন্দ্র এর কাছথেকে গত ৪ মাস আগে ৫ হাজার টাকা ধার নেয়। উক্ত টাকা দিতে দেরি হওয়ার কারনে হাজারে ২ শত টাকা হাড়ে সুদ নিতে থাকে পবিত্র চন্দ্র। ১ মাসের লাভের টাকা পেতে সময় নিলে অন্ততের বাড়িতে গিয়ে গালিগালাজ করে। অন্ততের পরিবারের লোকজন পূজার পরে টাকা পরিশোধ করে দেবার কথা বললে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রতিবেশী ষষ্ঠীর স্ত্রী প্রিয়া রানীসহ অন্ততের মা মায়া রানী হাতাহাতি থামাতে গেলে তাদের কে বেদম মারপিট করে। আহত মহিলাদের কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
অন্তত বর্মন জানান, আমি ৫ হাজার টাকা হাওলাত হিসাবে নেই। ১ মাস পর থেকে পবিত্র লাভের টাকা দাবি করে এবং আমি সেই হিসাবে তাকে সুদের টাকা দিয়ে আসছি। ঘটনার দিনে পবিত্র, বিনদ চন্দ্র, অধীন চন্দ্র আমার বাড়িতে এসে আমাকে কিল-ঘুষি মারতে থাকে। আমার মা ও কাকী কে ও কিল-ঘুষি মারতে থাকে। তাদের মারের আঘাতে আমার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। আমি তার বিচার চাই। স্থানীয়রা বলেন, পবিত্র চন্দ্র সুদের কারবারের সাথে জড়িত। চড়া দরে সে গরিব দের কাছ থেকে সুদের টাকা আদাই করে। তার সুদের টাকা যোগান দিতে না পেরে অনেকেই এলাকা ছেড়েছেন। প্রথমে সে টাকা হাওলাত বা কর্জ্জ হিসাবে দিয়ে থাকে কয়েকদিন পর থেকে সুদের টাকা হিসাবে দাবি করে। সে একজন পাকা দাদন ব্যবসায়ী তাকে বিচারের আওতায় আনার দাবি জানান।
এবিষয়ে চতরা বিট পুলিশের এ এস আই শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।