গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাসোনাতলা গতকাল সোমবার (২৩ অক্টোবর) বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২০২৩-২০২৪অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় হলুদ (জাত বারী হলুদ) ফসলের উপর উক্ত মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ইছাহাক আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এম.পি। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ ও অধিদপ্তর গাইবান্ধা উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম, আ’লীগ সভাপতি এ্যাড. এস এম সামশীল আরেফীন টিটু প্রমূখ। অপরদিকে ওই দিন সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।