নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয় রংপুরের সম্মেলণ কক্ষে পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীর দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলমের তত্বাবধানে এসআই আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে উদ্ধারকৃত ৩০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এর আগে গত জুলাই থেকে অক্টোবর মাসে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের মোট ৩৬৮টি স্মার্ট ফোন উদ্ধারপূর্বক সেবাগ্রহীতাদের নিকট হস্তান্তর করা হয়।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সেবাগ্রহীতাগণ হারিয়ে যাওয়া তার প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রংপুর জেলা পুলিশ সুপারের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা ও নির্ভরশীলতা নিয়ে যে অনুভূতির কথা তাদের বক্তব্যে উঠে এসেছে তা পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।