কুড়িগ্রাম অফিস:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে জেলা পরিষদের মালিকাধীন জমিতে শিশু পার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় জয়মনিরহাট মহি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত জেলা পরিষদের মালিকাধিন প্রায় আড়াই একর জমিতে ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী।
উদ্বোধন অনুষ্ঠানে ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব,জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, মো. জহির উদ্দিন , ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ও আব্দুল ওয়াদূদ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবি বোস,অসীম কুমার,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার,জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগম,সদস্য একরামুল হক বুলবুল,সহকারী প্রকৌশলী (চঃদাঃ) মিজানুর রহমান,ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু,দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোষ্ট পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি মনিরুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির মো.জাফর আলী তার বক্তব্যে বলেন,উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং অসমাপ্ত কাজ গুলো সম্পাদনের জন্য জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।তিনি আরোও বলেন,আওয়ামী লীগ সরকার বার বার দরকার।তাই আগামী নির্বাচনে আপনারা সকলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও উন্নয়নের সরকার উপহার দিবেন।
উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য এডিপির অর্থায়নে জেলা পরিষদ প্রায় দুই কোটি টাকা ব্যয়ে শিশু পার্কটি নির্মাণের উদ্যোগ নেয়।