উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিতে হবে-জাকির হোসেন এমপি

আমাদের প্রতিদিন
2024-09-19 17:27:01

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেছেন দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে।কারণ নৌকা ক্ষমতায় আসলে দেশ ও মানুষের উন্নয়ন হয়।শনিবার সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ীহাট বিএল উচ্চ বিদ্যালয় মাঠে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সামাজিক নিরাপত্তা বেষ্টনির সুবিধাভোগী(বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহিতা মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের)সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম,চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু,প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ সুরাইয়া বেগম সালেহা ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।সভায় বিভিন্ন ভাতাভোগী প্রায় ১২ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।