তারাগঞ্জে হরতালে দেখা মেলেনি বিএনপি-জামাতের ঢিলেঢালা ভাবে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা পালিত

আমাদের প্রতিদিন
2024-10-04 03:56:34

তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেখা না মিললেও উপজেলায় ঢিলেঢালা ভাবে বিএনপি- জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা পালিত হয়েছে। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস-ট্রাক চলাচল করতে দেখা না গেলেও দুপুরের পর স্বাভাবিকভাবে বাস-ট্রাকসহ  সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়। উপজেলা বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন গুরুপ্তর্পূস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলার কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়নি। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, হরতালে তেমন কোন প্রভাব নেই এখানে। তবে যে কোন ধরনের নাশকতা এড়াতে পুলিশ সর্তক অবস্থানে আছে।