পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাদের ডাকা হরতালের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ। রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর শহরের বটতলা থেকে মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুড়ে বটতলায় এসে মিছিল শেষ। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি ও সাবেক মেয়র কশিরুল আলম, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বুলবুল, সহ সভাপতি কামরুন নেছা আইভি, ইউপি চেয়ারম্যান হিটলার হক, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল জলিল, আওয়ামীলগ নেতা আনিসুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভির রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন প্রমুখ।
এদিকে এর আগে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীর ব্যানারে শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শান্তি সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গোলাম রব্বানী, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি মোজাহারুল ইসলাম সহ অন্যরা।