কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

আমাদের প্রতিদিন
2024-08-28 15:01:22

কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এর আগে মঙ্গলবার ভোর রাতে নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ।  পুলিশ জানায়, জেলায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে রাজারহাট বিএনপির ২জন কর্মী, লালমনিরহাটের ১ জন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতিসহ বিএনপির ৫ জন নেতাকর্মী, এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে ২ জন ও উলিপুরে ১ জন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট ৪ জন জামায়াত নেতাকর্মীসহ মোট ৯জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে কল দেয়া হলেও কেউ ফোন রিসিভ করেনি। কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে ।