কুড়িগ্রামে যুব দিবস পালিত : শ্রেষ্ঠ সংস্থা ফুল

আমাদের প্রতিদিন
2025-02-19 00:48:36

কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রামে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে কুড়িগ্রাম অঞ্চলে শিক্ষা , স্বাস্থ্য ও গ্রামীণ জনগোষ্টির জীবনমান উন্নয়নে অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সফল সংগঠক মুহাম্মদ আব্দুল কাদের  এবং শ্রেষ্ঠ সংস্থা হিসেবে ফাইট আনটিল লাইট (ফুল) যুব সংস্থাকে সম্মাননা প্রদান করা হয় জাতীয় যুব দিবসে।

কুড়িগ্রাম যুব ভবন চত্বরে স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে উদ্দিপ্ত হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর  রেজা। বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক  মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু,  মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।