ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত

আমাদের প্রতিদিন
2024-09-06 20:42:13

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নগরীর বুড়িরহাট মওলা মার্কেটের সামনে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবক কাউনিয়া উপজেলার হারাগাছের মিনহাজ বাজার এলাকার শাহাজাহানের একমাত্র সন্তান শেখ ফরিদ (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদ রংপুর নগরী থেকে মোটরসাইকেলে দ্রুতগতিতে কাকিনার দিকে যাচ্ছিলেন। বুড়ির হাট মওলা মার্কেটের সামনে এলে একটি ইটবাহী ট্রাক পিছন থেকে হর্ণ দিলে মটর সাইকেলটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে ট্রাকের পিছনের চাকায় পড়ে যায় ফরিদ। ট্রাকের চাকায় তাঁর মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরশুরাম মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে।