নিজস্ব প্রতিবেদক:
আজ ০২ নভেম্বর,২০২৩ সকাল ১১টায় আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী জিরো পয়েন্ট চৌধুরী ভিলায় গ্রাম বিকাশ কেন্দ্র এর বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল – ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহমুদুর রহমান,গংগাচড়া, রংপুর। এ সময়ে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, নিতাই চন্দ্র রায়, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর-পশ্চিম অঞ্চল, গ্রাম বিকাশ কেন্দ্র, এলাকা ব্যবস্থাপক মোঃ এরশাদুল হক, গ্রাম বিকাশ কেন্দ্র, প্রোগ্রাম অফিসার মো: শাহিনুর ইসলাম, গ্রাম বিকাশ কেন্দ্র, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর-পশ্চিম অঞ্চল,কারিগরি কর্মকর্তা-কমিউনিটি মোবিলাইজেশন, মো: জিয়াউর রহমান, পিপিইপিপি-ইইউ প্রকল্প, উত্তর-পশ্চিম অঞ্চল, শাখা ব্যবস্থাপক মো: আকতার হোসেন, বড়াইবাড়ী ইউনিট, মাইক্রো ফিন্যান্স, সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) মো: কাওছার আহমেদ, মো: আসাদুজ্জামান ও মো: আসাদুল ইসলাম প্রশিক্ষণটি পরিচালনা করবে্।
প্রশিক্ষক শ্রীমতি মুক্তা রানী ও মো: সাদেকুল ইসলাম। প্রসপারিটি প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠীর আতœকর্মসংস্থানের মাধমে জীবন-মান উন্নয়নের জন্য ২৫জন নারীকে মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ প্রদান করার লক্ষে প্রশিক্ষণ শুরু করা হয়। গ্রাম বিকাশ মনে করে প্রশিক্ষণটি পেয়ে প্রত্যকে নিজ নিজ অবস্থানে স্বাবলম্বী হবে এবং নারীর ক্ষময়তায়নে অগ্রণী ভ’মিকা রাখবে।