অবরোধ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রংপুর ব্যাটালিয়ন বিজিবি

আমাদের প্রতিদিন
2024-09-17 04:39:03

খবর বিজ্ঞপ্তির:

গত ৩১ অক্টোবর  হতে ২ নভেম্বর তারিখ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচি উপলক্ষে রংপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর ০২টি প্লাটুন সার্বক্ষণিক নিয়োজিত ছিল। এছাড়াও আরো ০৩টি প্লাটুন সংরক্ষিত থাকে যা যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিক প্রস্তুত ছিল। উক্ত কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও রংপুর সিটি কর্পোরেশনসহ রংপুর জেলার কোথাও কোন সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি। বিজিবির প্লাটুন সমূহ পূর্ব পরিকল্পনা, যথাযথ প্রস্তুতি এবং বেসামরিক প্রশাসন ও পুলিশ প্রশানের সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক নিয়োজিত থাকায় এই সাফল্য অর্জিত হয়েছে মর্মে প্রতীয়মান। ভবিষ্যতেও দেশের যেকোন পরিস্থিতিতে রংপুর জেলার আইন শৃঙ্খলা রক্ষায় যথাযোগ্য পদক্ষেপ গ্রহণের জন্য রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) উর্দ্ধতন দপ্তরের নির্দেশ পালনের জন্য সদা প্রস্তুত রয়েছে।