বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):
দেশব্যাপী বিএনপি জামাতের ডাকা অবরোধের তৃতীয় দিনে পলাশবাড়ীর জুনদহ বাজার মহাসড়কে শান্তি মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি চলমান রয়েছে।
আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার পলাশবাড়ি উপজেলার রংপুর বগুড়া মহাসড়ক এর জুনদহ বাজার নামক স্থানে সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল,অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুল হক সরকারের নেতৃত্বে ৩য় দিনের মতো নেতাকর্মীরা অবস্থান নেয়।
পরে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ যোগদান করলে তাদের নেতৃত্বে জুনদহ মহাসড়কে বিএনপি-জামাতের ডাকা অবৈধ অবরোধ বিরোধী শান্তি মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শাফিকুল ইসলাম লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।
বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম,বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম মাষ্টার, সাধারণ সম্পাদক শামীম মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সরকার, পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।