কুড়িগ্রাম অফিস:
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বিএনপি-জামাতের ডাকা তিনদিনের হরতাল ও অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে জেলাব্যাপী যৌথ টহল চলমান ছিল। যার ফলে জেলায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে যৌথবাহিনীর টহল দেখা গেছে। জানা গেছে, হরতাল ও অবরোধকারীরা যেন সরকারি সম্পদে হামলা ভাংচুর গাড়িতে আগুন, সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে কেউ যেন সমস্যা সৃষ্টি করতে না, পারে এজন্য সর্বোচ্চ সর্তক অবস্থান নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীগুলো।
জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং মহাসড়কের মূল পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার দেখা গেছে। সেখানে পুলিশ ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান করেছিল। তবে তিনদিনের বিএনপি জামাতের হরতাল ও অবরোধে প্রভাব পরেনি এই জেলায়। এখন পর্যন্ত জেলার ৯টি উপজেলার কোথাও কোন বিশৃঙ্খলা খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন বলেন, হরতাল ও অবরোধে আমরা জনগণকে আশ্বস্ত করেছি আমরা আছি তাদের পাশে। কোন যেন নাশকতা না ঘটে। এছাড়াও এলাকার মানুষ অনেক বেশি সচেতন তাই কোন আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। আমাদের টোটাল জেলায় ২২টি মোবাইল টিম ও ২৮টি স্ট্রাইকিং টিম কাজ করেছে। পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার সদস্যদেরকে নিয়ে আমরা কাজ করেছি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ সাঈদুল আরিফ বলেন, রাজনৈতিক দলের ডাকা হরতাল ও অবরোধে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে জেলাব্যাপী যৌথ টহল চলমান ছিল।