নির্বাচন নিয়ে কোন সন্ত্রাসী-জঙ্গীর সাথে সংলাপ হতে পারে না: দিনাজপুরে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

আমাদের প্রতিদিন
2024-09-05 04:19:02

দিনাজপুর প্রতিনিধি:

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নির্বাচন নিয়ে কোন সন্ত্রাসী-জঙ্গীর সাথে সংলাপ হতে পারে না, কোন আপোষ-আলোচনা হতে পারে না। আমাদের আলোচনা হবে জনগনের সাথে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা হবে, নির্বাচনের তারিখ হবে। সেই তারিখ অনুযায়ী আমরা জনগনের সাথে কথা বলবো। কোন সন্ত্রাস-জঙ্গীর সাথে বাংলার মানুষ কথা বলবে না, আওয়ামীলীগ কথা বলবে না।

তিনি শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে দিনাজপুর জেলা আওয়ামীলীগ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর নিরীহ পুলিশদের হত্যা, সাংবাদিকদের উপর নির্মম হামলা এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে বিএনপি-জামায়াত আবারও প্রমাণ করেছে এরা সন্ত্রাসীদের দল। তারা সংবিধান মানেনা, আইন মানেনা, বিচার বিভাগ মানেনা, তারা সংসদ মানেনা। তারা যদি এসব কিছু না মানে, তাহলে বাংলাদেশ তাদের জন্য নয়। এই বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এই নির্বাচনে মানুষ অংশগ্রহন করবে এবং পরবর্তী সরকার গঠন হবে। এর বাইরে কোন কিছুই হতে দেয়া হবে না।

দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল লতিফ। বক্তব্য রাখেন, জাকিয়া তাবাসসুম জুই এমপি, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর জেলা ১৪ দলের সদস্য সচিব শহীদুল ইসলাম, দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারন সম্পাদক তারিকুন নাহার লাবুন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আখতার চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।