গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এ শ্লোগানে ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ, গঙ্গাচড়ার আয়োজনে শনিবার সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এম.পি। এতে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল ও রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু।
সভার প্রাক্কালে একটি র্যালি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সমবায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন। শেষ পর্বে
সমবায় সমিতিগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও সমিতির কার্য নিবাহী কমিটিগুলোকে সম্মানির চেক এবং নতুন সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।