গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচী পালন করেছে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ। আজ রবিবার সকাল থেকে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম এর নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় নেতারা হরতাল ও অবরোধের নামে নাশকতা ও যানবাহনে আগুন দেয়াসহ সন্ত্রাস নৈরাজ্যকারীদের মোকাবেলা করার ঘোষণা দেন। তারা আরও বলেন বিএনপি জামাতের মানুষ হত্যার হরতাল ও অবরোধ কেউ মানে না।
এদিকে সকাল থেকে গঙ্গাচড়া বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে গঙ্গাচড়া মডেল থানার ওসি মোঃ দুলাল হোসেন হোসেন এর নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশদেরও সতর্ক অবস্থায় দেখা গেছে।