পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী কাল সোমবার তাঁর নির্বাচনী এলাকা পীরগঞ্জ আসছেন। দুপুরে বিমানযোগে সৈয়দপুরে এসে সড়কপথে পীরগঞ্জ এসে তিনি দুপুর ১ টায় উপজেলা অডিটোরিয়ামে ৯ নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪ ও ৬ নং ওয়ার্ডের লোকজনের সাথে মত বিনিময় করবেন। দুপুর ১ টা ৪৫ মিঃ উপজেলা অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরন করবেন।
দুপুর ২ টা ১৫ মিঃ উপজেলা অডিটোরিয়ামে দুরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে জাতীয় সমাজ কল্যান পরিষদের আর্থিক সহায়তায় চেক বিতরন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত ইমপ্যাক্ট প্রকল্পের চেক বিতরন করবেন। এরপর দুপুর ২টা ৩০ মিঃ কৃষি প্রনোদনা কর্মসুচির আওতায় চলতি রবি মওসুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরন ও বিকেল ৩ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় ও পুরস্কার বিতরন করবেন। সন্ধ্যায় তিনি আবার বিমানযোগে ঢাকা ফিরবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান স্পিকারের এ সফরসুচি নিশ্চিত করেছেন।