গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মোঃ দুলাল হোসেন, বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ,গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়সহ উপজেলার বিভিন্ন মসজিদ এর ইমাম ও মন্দিরের পুরোহিতগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন গঙ্গাচড়ার সুপার ভাইজার মোছাঃ রেলিজা বেগম। এ সময় বক্তারা বলেন, সম্প্রীতির গঙ্গাচড়ায় মুসলিম-হিন্দু'র মধ্যে কোন ভেদাভেদ নেই। এখানে যারা অশান্তি সৃষ্টি করবে তারা রেহাই পাবে না।