আইন শৃংঙ্খলা রক্ষায় ঈমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ন-মাহমুদ হাসান রিপন, এমপি

আমাদের প্রতিদিন
2024-09-15 09:10:28

গাইবান্ধা প্রতিনিধিঃ

ঈমাম-মুয়াজ্জিন সাহেবরা হলেন সমাজের নেতা, আইন শৃংঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা অত্যান্ত গুরুত্ব পূর্ন। ৬ নভেম্বর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে তৃনমূলে আইন শৃংঙ্খলা বজায় রাখতে ঈমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান রিপন এমপি এসব কথা বলেন। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড, সামশীল আরেফীন টিটু, সাধারন সম্পাদক ও বোনারপাড় ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, সহ-সভাপতি হায়দার আলী, সাঘাটা থানা অফিসার ইনর্চাজ রাকিব হাসান, আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন বাবলু, মাওলানা মতিউর রহমান, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান, আব্দুল গণি, হুমায়ন কবীর , মুসফিকুর রহমান ও নুর উদ্দিন প্রমুখ। পরে সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির বিশেষ সভায় যোগদান করেন।