নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগঞ্জে উপজেলা কৃষক লীগের কমিটি বাতিল করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, কর্তব্যে অবহেলা, স্বেচ্ছাচারিতা, সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি, নির্ধারিত সময়ে সম্মেলন করতে না পারাসহ গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১২ নভেম্বর কৃষক লীগের পীরগঞ্জ উপজেলা কমিটিকে বাতিল করা হয়েছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল কোনো মন্তব্য করতে রাজী হননি।