চিলমারীতে জেলের জালে ধরা পড়ল বিশাল পাঙ্গাশ মাছ

আমাদের প্রতিদিন
2024-09-08 16:39:56

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ১৫কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় বাজারে ১৮হাজার টাকায় বিক্রি হয়।

আজ সোমবার সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার জেলে গুল মোহাম্মদ ব্রহ্মপুত্র নদে জালে ফেলে। এসময় তার জালে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে।

দুপুরে উপজেলার থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া ১৫কেজি ওজনের পাঙ্গাশ মাছটি ১হাজার টাকা কেজি দরে কিনে নেন। পরে বিকেলে উপজেলার পেট্রোল পাম্প এলাকায় তিনি মাছটিকে কেটে প্রতি কেজি মাছ ১হ্জাার ২শ টাকা দরে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া বলেন,বর্তমানে ব্রহ্মপুত্র নদে প্রায়ই এমন বড় বড় পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়ছে।