গঙ্গাচড়ায় শ্রী শ্রী গোবর্দ্ধন পূজা, অন্নকূট মহোৎসব  অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-12-02 07:30:04

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর গ্রামে শ্রী শ্রী গোবর্দ্ধন পূজা, গো পূজা, অন্নকূট মহোৎসব  অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী ভক্তি শ্রীরূপ ভাগবত গৌড়ীয় মঠ  এর উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মহোৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি।

বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল,রংপুর জেলা জাতীয় পার্টির সহ সভাপতি খতিবর রহমান, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুর আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

মনিরাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী ব্রজেন্দ্র নাথ সরকার এর সভাপতিত্বে ও আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সরকার এর পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাপক ভক্তের সমাগম হয়।