গাইবান্ধা প্রতিনিধি:
“পড়িলে বই আলোকিত হই , না পড়িলে বই অন্ধকারে রই ” এই প্রতিবাদ্যকে ধারন করে গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পূর্ব বাটি গ্রামে প্রতিষ্ঠিত হয় একতা পাঠাগার , বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার । উক্ত পাঠাগারের উদ্যোগে পাঠক সংখ্যা বৃদ্ধি ও উদ¦ুব্ধ করতে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয় । বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পাঠাগার সভা নেত্রী ও বোনারপাড়া ইউনিয়ন আনসার ও ভিডিপি দল নেত্রী রুবি খাতুনের সভাপতিত্বে বকÍব্য রাখেন বীর মুকিÍযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আজাহার আলী , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহেনা খাতুন ,প্রধান শিক্ষক গুলসান আরা , আব্দুল হান্নান প্রমূখ । বকÍরা বলেন , জ্ঞান আহরণে পাঠাগারের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে ।