তফসিলকে স্বাগত জানিয়ে রৌমারীতে আনন্দ মিছিল

আমাদের প্রতিদিন
2024-11-04 12:31:19

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রৌমারীতে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। এরপর উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। এসময় মিছিলে অংশনেয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আবু হোরায়রা, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।