চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমুহের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)’র জাতীর উদ্দেশ্যে দেয়া ভাষন পরবর্তী নির্বাচনী তফসিল ঘোষণার পরই উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে মিষ্টি বিতরণ শেষে নির্বাচনী কার্যক্রমকে সুষ্ঠু করতে পরামর্শ দিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো.জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম লিচু,যুগ্ম সম্পাদক জামিনুল হক,দপ্তর সম্পাদক মোজাফ্ফর রহমান,থানাহাট ইউপি চেয়ারম্যান আ.রাজ্জাক মিলন প্রমুখ।