বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

আমাদের প্রতিদিন
2024-09-08 07:57:28

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পেড়ালবাড়ী (সমিতির ডাঙ্গায়) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডাঃ বসন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি শ্রী যুক্ত বাবু গোরাচাঁদ অধিকারী। একই সাথে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় যুব কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্র নাথ বর্মন, ঠাকুর পঞ্চানন বর্মা স্মৃতি সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী জীবধণ বর্মন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র বর্মন, ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হীরালাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায় ও বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় যুব কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুত্বেই জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং রাজবংশী সমাজের প্রাণপুরুষ ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির নেতৃবৃন্দ।