পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের জামেরতল হতে রাইসমিল পর্যন্ত সড়কে বিএনপির ডাকা টানা আট চল্লিশ ঘন্টা হরতালের প্রথম দিনে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ রবিবার দুপুরে পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব সরকার বকুলের নেতৃত্বে পৌর বিএনপি, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবীদল, ছাত্রদল, জাসাসের নেতাকর্মীরা এ মিছিল ও পিকেটিং করেন।
অপরদিকে পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি'র নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের নেতৃত্বে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহনে ঢাকা রংপুর মহাসড়কে ঝটিকা মিছিল ও পিকেটিং করে। এতে পুলিশের কঠোর অবস্থানের কারণে গ্রেফতার এড়াতে মহাসড়ক হতে পিছু হঠে বিএনপির নেতাকর্মীরা। উপজেলা জুড়ে যে কোন আইন শৃংখলা রক্ষায় কঠোর অবস্থান গ্রহন করেছে পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীরা সদস্যরা।উক্ত ঝটিকা মিছিলে পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ সহ যুবদল,ছাত্রদল,শ্রমিকদল নেতাদের সামনের সারিতে দেখা যায়।