রংপুর সদর-৩ আসনে মনোনয়ন কিনলেন তৃতীয় লিঙ্গের রানী

আমাদের প্রতিদিন
2024-10-04 01:38:29

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসনে এমপি পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। গতকাল রবিবার দুপুর ১২টায় নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। তৃতীয় লিঙ্গের রানীর মনোনয়ন ফরম গ্রহণের সংবাদে রংপুরে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই এটিকে সাধুবাদ জানিয়ে মুখ খুলছেন। আনোয়ারা ইসলাম রানী জানান, সব ক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। এখনও বিভিন্ন জেলায় রংপুরের মানুষকে মফিজ বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। বাংলাদেশের উন্নয়নমূলক মহা পরিকল্পনা গুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ রংপুর একটি নেতৃত্ব শূণ্য অঞ্চল। যার কারনে আমি এই শূণ্য স্থানটি পূরণ করে দিতে চাই।